[email protected] মঙ্গলবার, ৫ই ডিসেম্বর ২০২৩, ২০শে অগ্রহায়ণ ১৪৩০

অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত:
৮ অক্টোবার ২০২৩, ২০:১৯

প্রতিকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত দুইজন। আজ রোববার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথমে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর বাসটি ব্যাটারিচালিত আরেকটি রিকশাকে ধাক্কা দেয়।

এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চারজনের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ওসি জানান, নিহত দুজনই পুরুষ। তাদের একজন পথচারী এবং আরেকজন ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে বাসচালককেও।
 

বরেন্দ্র এক্সপ্রেস/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর